শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন

নবীনগরে স্কুল ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগ থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, বিডি দিগন্ত / ১১১ বার
আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
নবীনগরে_স্কুল_ছাত্রীকে_ধ'র্ষণের_অভিযোগ_থানায়_মামলা

নিজস্ব প্রতিনিধি, বিডি দিগন্ত || নবীনগরে স্কুল ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগ থানায় মামলা।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে পাতানো মামার বিরুদ্ধে দশম শ্রেনীর এক ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। ধ’র্ষিতা শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের ১০ শ্রেনীর ছাত্রী।

ধ’র্ষক উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামে শিশু মিয়ার ছেলে মোঃ শামিম মিয়া(৩০)।

এ ঘটনায় ধ’র্ষিতার মা নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করছেন।গতকাল রবিবার ধ’র্ষিতার মা কুসুম বেগম সাংবাদিকদের কাছে ঘটনার বর্ননা তুলে ধরে ধ’র্ষককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

মামলা সুত্রে জানা যায়, ধ’র্ষক শামিম শ্যামগ্রাম বাজারে একজন সবজি ব্যবসায়ী। কুসুম বেগম তার কাছ থেকে প্রায়ই সবজি ক্রয় করতেন সেই সুবাদে সু-সর্ম্পক গড়ে উঠে এবং ধর্মভাই বোন হিসাবে বাড়িতে যাতায়েত করত। সেই সূত্রে ওই ছাত্রীকে ভাগনি হিসাবে সম্মোধণ করত। গত ৭ জুলাই ভোরে প্রাইভেট পড়া শেষ করে যাওয়ার সময় জরুরী কথা আছে বলে ভাগনি কে শ্যামগ্রাম বাজারের একটি মিষ্টির দোকানের ফাঁকা ষ্টোর রুমে তাকে নিয়ে যায় এবং জোরপূর্বক তাকে ধ’র্ষণ করে।

ধ’র্ষণ শেষে এ ঘটনা কাউকে জানালে তার বড় ধরণের ক্ষতি হবে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। লোকলজ্জা ও ক্ষতির ভয়ে ধ’র্ষিতা ওই ছাত্রী কাউকে কিছু জানায়নি। নারী লোভী ওই পাতানো মামা তাকে আবারো শারিরিক সর্ম্পক করতে চাপ দিলে মেয়ে তার মাকে বিষয়টি খুলে বলে। ধ’র্ষণের ঘটনায় সহায়তা করেন ওই মিষ্টির দোকান মালিক মিটু সরকার।

ধ’র্ষিতার মা কুসুম বেগম বিডি দিগন্ত ডট কমকে বলেন, গতকাল শনিবার মেয়ে আমাকে বিষয়টি অবগত করে। গ্রামের সাহেব সর্দারদের জানিয়ে রাতেই থানায় অভিযোগ করি। আমার মেয়ের প্রতি অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, ধ’র্ষককে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/বিডি দিগন্ত


এ জাতীয় আরো সংবাদ