শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন

নরসিংদীর পলাশে তিনশত হত-দরিদ্র পেল হারুনুর রশিদ ফাউন্ডেশনের ঈদ উপহার

নাসিম আজাদ / ১৩০ বার
আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
নরসিংদীর_পলাশে_তিনশত_হত_দরিদ্র_পেল_হারুনুর_রশিদ_ফাউন্ডেশনের_ঈদ_উপহার

নাসিম আজাদ || নরসিংদীর পলাশে তিনশত হত-দরিদ্র পেল হারুনুর রশিদ ফাউন্ডেশনের ঈদ উপহার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর পলাশে তিনশত অসহায় হত-দরিদ্র পরিবারের সদস্যরা পেল হারুনুর রশিদ ফাউন্ডেশনের ঈদ উপহার।

শনিবার (৩০ এপ্রিল) সকালে দুবাই প্রবাসী হারুনুর রশিদের সৌজন্যে ও হারুনুর রশিদ ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার ধনাচর গ্রামে তার নিজ বাড়ি থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ করেন, হারুনুর রশিদ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক নাসিম আজাদ, সংগঠনের সভাপতি সোহেল ভূইয়া, হারুনুর রশিদের মা ও বড়ো ভাই হিরন মিয়া।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নাজমুল খন্দকার আবিদ,কমল মিয়াসহ সংগঠনের সদস্য বৃন্দ।

প্রতি বছরের ন্যায় এবারও উপহার সামগ্রীর মধ্যে ছিল, শাড়ী, লুঙ্গী ও থ্রীপিছ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/বিডি দিগন্ত


এ জাতীয় আরো সংবাদ