শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন

ভূট্টা খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ফিরোজা বেগম

মানিকগঞ্জ প্রতিনিধি, বিডি দিগন্ত ডট কম / ১২১ বার
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
lightning_news_bddiganta

মানিকগঞ্জ প্রতিনিধি, বিডি দিগন্ত ডট কম || ভূট্টা খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ফিরোজা বেগম।

নিজের ভূট্টা খেতে কাজ করার সময় মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে ফিরোজা বেগম (৫৫) নামে এক কৃষাণীর মৃ’ত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামে। নিহত ফিরোজা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ফিরোজা বেগম নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কাজ করতে যান নিজেদের ভূট্টা খেতে।হঠাৎ এ সময় ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাত হলে সাথে সাথে ঝ’লসে যায় তার শরীরের বেশ কিছু অংশ।স্থানীয়রা আহত অবস্থায়  উদ্ধার করে বাড়ি নেয়ার পথেই প্রাণ যায় বলে জানা গেছে।

খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফিরোজা তার নিজের জমিতে ভুট্টা কাটছিলেন বৃষ্টির সময়। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বাড়ি নেওয়ার পথে প্রাণ যায় তার।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান জানান, ঘটনাটি আমিও শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। অনাকাঙ্খিত এমন পরিস্থিতি এড়াতে ঝড়-বৃষ্টির সময় মানুষজনকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/বিডি দিগন্ত


এ জাতীয় আরো সংবাদ