শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন

সিলেট বন্দরবাজারের প্রধান সড়কে ভাঙ্গন, বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে

সিলেট প্রতিনিধি / ১৩১ বার
আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
সিলেট_বন্দরবাজারের_প্রধান_সড়কে_ভাঙ্গন_বড়_ধরনের_দূর্ঘটনা_ঘটতে_পারে

সিলেট প্রতিনিধি || সিলেট বন্দরবাজারের প্রধান সড়কে ভাঙ্গন, বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

সিলেট নগরীর বন্দরবাজার প্রধান সড়কে দুর্গাকুমার স্কুল সংলগ্ন হাসান মার্কেটের সামনের সড়কের মধ্যখানে দেখা দিয়েছে ব্যাপক ভাঙ্গন। যার ফলে ছোট খাট দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা যাতায়াত করছেন। পাশাপাশি বৃষ্টি হলে সড়কের ভাঙ্গনে পানি জমে হাসান মার্কেটের ভিতরে ঢোকে যায়, এতে মার্কেটের ক্রেতা ও বিক্রেতারা দুর্ভোগের শিকার হচ্ছেন। মার্কেটের মসজিদে নামাজ আদায় করতে মুসল্লীগন সড়কের ময়লা- আবর্জনা পানির উপর দিয়ে যাতায়াত করেন, এতে মুসল্লীদের নামাজ আদায়ে ব্যাঘাত গঠছে। সড়কের ভাঙ্গনের কারনে দুর্ঘটনা, মার্কেটের বিতর পানি ঢোকা বন্ধ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংস্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

আলাপকালে পথচারী ইমন আহমদ বিডি দিগন্ত ডট কমকে বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সারা বছর নগরীর ভাঙ্গাগড়ার কাজ করছেন, কিন্তুু বন্দরবাজার প্রধান সড়কের বেহাল দশা সেদিকে নজর নেই।

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সিলেটে জনসমাগম বাড়ছে, গাড়ী ও যাত্রীরা যাতে দুর্ঘটনার শিকার না হন সে বিষয়টি নজরে এনে সড়কের সংস্কার কাজ দ্রুত করে দেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম বলেন, মার্কেটের ভিতরে বৃষ্টির পনি ঢোকা বন্ধ, ক্রেতা ও বিক্রেতারা দুর্ভোগের শিকার থেকে মুক্তি ও মার্কেটর মসজিদে মুসল্লীগন সড়কের ময়লা-আবর্জনা পানির উপর দিয়ে নামাজ আদায়ে ব্যাঘাত না হওয়া সহ সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহন করার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/বিডি দিগন্ত


এ জাতীয় আরো সংবাদ